শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কুড়িগ্রামে ভুটানের রাজা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ মার্চ ২০২৪

কুড়িগ্রামে ভুটানের রাজা

ছবি সংগৃহীত

কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছান তিনি।

রাজার আগমনকে ঘিরে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে প্রশাসন।

কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জানা যায়, কুড়িগ্রামে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবার বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে ভুটান। কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীর পাশে মাধবরাম গ্রামে গড়ে উঠবেভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল

বাংলাদেশ ভুটান সরকারের যৌথ উদ্যোগে জিটুজি ভিত্তিতে গড়ে তোলা হবে এই অর্থনৈতিক অঞ্চল। তাই অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শনে কুড়িগ্রাম গেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

পরিদর্শন শেষে বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে স্থলপথে ভুটানে ফিরার কথা রয়েছে রাজার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়