শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কিডনি রোগ শিশুদেরও হতে পারে, সতর্ক হবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ২০ মার্চ ২০২৩

কিডনি রোগ শিশুদেরও হতে পারে, সতর্ক হবেন যেভাবে

ছবি সংগৃহীত

শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়া এবং রক্ত পরিষ্কার রাখার কাজ করে বৃক্ক। তবে কিডনির অসুখের সমস্যা ধরা পড়তে সময় নেয়। আর যখন ধরা পড়ে, তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কেবল বড়দের ক্ষেত্রেই নয়, ছোটরাও কিডনির রোগে আক্রান্ত হতে পারে। ছোটদের ক্ষেত্রে মূলত জিনগত কারণে, সংক্রমণের প্রভাবে কিংবা রোগপ্রতিরোধ শক্তি কমে যাওয়ার কারণে কিডনির সমস্যা দেখা দেয়।

চিকিৎসকদের মতে, শিশুদের সবচেয়ে চেনা সমস্যা হলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই) এটা বিভিন্ন কারণে বিভিন্ন বয়সের শিশুর হতে পারে। একদম ছোট শিশুদের অনেক সময়েই ডায়াপার থেকে সংক্রমণ হয়। মলের জায়গা থেকেও নোংরা প্রস্রাবের পথে ঢুকে যেতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলাটা জরুরি। অনেক সময়েই ছোটরা প্রস্রাব চেপে রাখে, সেখান থেকেও মূত্রনাতিতে সংক্রমণের ঝুঁকি থাকে। এর আরও একটি কারণ হলো কোষ্ঠকাঠিন্য। শিশুরা পানি কম খেলে কোষ্ঠকাঠিন্য থেকেও ইউটিআই হতে পারে।

শিশুদের ক্ষেত্রে কিডনির অসুখের লক্ষণ:

শিশুদের ক্ষেত্রে কিডনির অসুখের লক্ষণগুলির মধ্যে হাত, পা কিংবা মুখ ফুলে যাওয়া অন্যতম। ক্রনিক কিডনি রোগের আরও এক লক্ষণ হল প্রস্রাবের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়া বা কমে যাওয়া। মূত্রের সঙ্গে রক্তপাত বা মূত্রে অতিরিক্ত ফেনা হওয়াও কিডনির বিগড়ানোর লক্ষণ। হঠাৎ শিশুর খিদে কমে যাওয়া, ক্লান্তি, দীর্ঘমেয়াদি জ্বর, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, দুর্বলতা, ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলেও সতর্ক হতে হবে অভিভাবককে।

শিশুদের কিডনির স্বাস্থ্য ভাল রাখতে করণীয়:

পরিমাণ মতো জল খাওয়া, দু-তিন ঘণ্টার মধ্যে প্রস্রাব করাএগুলি শিশুদের শেখাতে হবে। বাচ্চাদের প্রস্রাব চেপে রাখার প্রবণতা থাকে, এই দূর করতে হবে। স্বাস্থ্যগত কারণে যাতে সংক্রমণ না হয়, সেটা দেখা বিশেষ নজর দিতে হবে। ছোটদের প্যাকেটজাত খাবার থেকে যতটা দূরে রাখা যায় ততই ভাল। ওই খাবারে অতিরিক্ত লবন থাকে, সেটা শরীরের জন্য মোটেই ভাল নয়। বাড়ির রান্নায় প্রয়োজন মতো লবন ব্যবহার করতে হবে, প্রয়োজন অতিরিক্ত একটুও নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়