ছবি সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারসহ ৭ জন নিহত হয়েছে। হামলার নিন্দা জানিয়েছে ইরান ও সিরিয়ার সরকার।
স্থানীয় সময় সোমবার দামেস্কের মেজ্জেহ জেলায় অবস্থিত ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায় ইসরাইল। এ হামলায় ইরানি বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদী নিহত হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। এই হামলায় ইরানের কনস্যুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে। এমনকি ভবনের ভেতর যারা ছিলেন, তাদের সবাই হতাহত হয়েছে।
তবে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরাইল। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর এটি সিরিয়ায় ইসরাইলের চালানো সবচেয়ে বড় হামলা।