বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ১৮ জানুয়ারি ২০২৩

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ছবি: ইন্টারনেট

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী কিয়েভের বাইরে একটি কিন্ডারগার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (১৮ জানুয়ারি) ইউক্রেনীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। জাতীয় পুলিশ প্রধান ইগোর ক্লাইমেনকো বলেন, এখন পর্যন্ত জানা গেছে এই হেলিকপ্টার দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশুও আছে।

তিনি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা। সেই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসত্রিস্কি আছেন।

তবে কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামকে বলেন, কিয়েভের বাইরে ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সরিয়ে নেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়