ছবিঃ সংগৃহীত
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সোশাল মিডিয়া জায়ান্ট মেটা মুনাফা করেছে ৪৪০ কোটি ডলার। তবে টাকার এই অংকটা গেল বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম।
বিশ্ব বাজারে চলতি অর্থনৈতিক মন্দার শঙ্কায় মেটার বিজ্ঞাপনী ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উঠে এসেছে মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদনে।
সিএনএন জানায়, মেটার কাছ থেকে এর চেয়ে বেশি মুনাফার প্রত্যাশা করেছিলেন বিশ্ব অর্থনীতি নিয়ে শঙ্কিত বাজার বিশ্লেষকরাও। এ পরিস্থিতিতে ২০২৩ সাল শুরু হওয়ার আগেই খরচ কমানোর লক্ষ্যে ‘বড় পরিবর্তন’ আনার সতর্কবার্তা দিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি।
পাবলিক লিমিডেট কোম্পানি হিসেবে পুঁজিবাজারে অভিষেকের পর এই নিয়ে ২য় বারের মতো কোনো প্রান্তিকে আয় কমল মেটার। জুন মাসে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো আয় কমার তথ্য দিয়েছিল কোম্পানিটি।
সেপ্টেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির আয় হয়েছে দুই হাজার ৭৭০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৪ শতাংশ কম বলে উঠে এসেছে গত বুধবার (২৬ অক্টোবর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে।
এইচ এস কে































