শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পানিতে ভিজলেও আর স্ক্রিন টাচে সমস্যা থাকছে না আইফোনে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ১৪ জুলাই ২০২২

পানিতে ভিজলেও আর স্ক্রিন টাচে সমস্যা থাকছে না আইফোনে

ছবি সংগৃহীত

আইফোনের নতুন সংস্করণের ফোনগুলো ওয়াটার প্রুফ হওয়ার কারণে পানিতে ভিজলেও নষ্ট হয় না। তবে টাচ স্ক্রিন ঠিক মতো কাজ করে না। এমন অবস্থায় ইউজারদের সমস্যা দূর করার জন্যআন্ডারওয়াটারনামের নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এরইমধ্যে প্রযুক্তিটির মেধাস্বত্ব নিজের করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

এটি চালু করলেই আইফোনের পর্দা ভিজে গেলেও সঠিকভাবে স্পর্শ শনাক্ত করতে পারবে। কারণে সাচ্ছন্দ্যে বার্তা লেখা যাবে।

আইফোন ১৩ এবং ১২ মডেলে IP68 রেটেড হওয়ায় এগুলো পানি প্রতিরোধি। কিন্তু আইফোন এবং মডেলে রয়েছে IP67 অনুমদিত বডি।

২০২১ সালের মার্চ থেকে যেন নতুন সংস্করের আইফোনে বৃষ্টির ফোটা পড়লে স্ক্রিনে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য কাজ করে যাচ্ছে অ্যাপল।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়