শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৪ জানুয়ারি ২০২৩

রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ছবি: ইন্টারনেট

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি করার জন্য এলসি খোলার ক্ষেত্রে কিছুটা ধীরগতি আছে। তবে ঘাবড়ানোর মতো পরিস্থিতি নেই। ডলারের সঙ্কট আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে।

বুধবার ( জানুয়ারি) সচিবালয়ে নিত্যপণ্যের সরবরাহ মজুত নিয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, ব্যাংকগুলো নিত্যপণ্যের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকবে। ওই সময়ে দাম বাড়ার আশঙ্কা নেই।

তিনি বলেন, পণ্য আমদানি সরবরাহের সঙ্গে সমন্বয় করে যে দাম নির্ধারণ করা হবে তা খুচরা বাজারে যাতে মেনে চলা হয়; এজন্য মনিটরিং থাকবে।

মন্ত্রী বলেন, পেঁয়াজ, ছোলা, খেজুর, ভোজ্যতেল ডাল, চিনির আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল আছে। এমটা থাকলে রোজায় দাম বাড়ার আশঙ্কা নেই।

দাম বাড়ার আশঙ্কায় ক্রেতাদের অতিরিক্ত পণ্য কিনে মজুত না করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়