
ছবি সংগৃহীত
সামাজিকমাধ্যম নিষিদ্ধ ও দুর্নীতির প্রতিবাদে নেপালে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুতে জেন–জির নেতৃত্বে হওয়া বিক্ষোভে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
সোমবার সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনী টিয়ার শেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করছে। অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। কিছু বিক্ষোভকারী সংসদ ভবনেও প্রবেশ করেন।
সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিকমাধ্যম নিষিদ্ধ করে। এর পর থেকেই তরুণ প্রজন্ম, বিশেষত শিক্ষার্থীরা বিক্ষোভে নামে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত কারফিউ জারি করেছে কাঠমান্ডু জেলা প্রশাসন। তবে নির্দেশ অমান্য করে বিক্ষোভ চলছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত সহিংসতা রাজধানী কাঠমান্ডুতেই সীমাবদ্ধ।
সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন প্রেসিডেন্ট ভবন ‘শীতল নিবাস’, ভাইস প্রেসিডেন্টের বাসভবন, সিংহ দরবার প্রাসাদ ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।