শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতীয় পার্টির দ্বন্দ্ব নিয়ে যা বললেন রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ২২ নভেম্বর ২০২২

জাতীয় পার্টির দ্বন্দ্ব নিয়ে যা বললেন রাঙ্গা

ছবি সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টির মধ্যে চলমান দ্বন্দ্ব দ্রুত সমাধান হয়ে যাবে, এর বেশি অবনতি ঘটবে না। এখন যা চলছে, এটাও মিটে যাবে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর নগরের দর্শনা এলাকার এরশাদ পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেছেন, ‘এরশাদের মৃত্যুতে দুটি জাতীয় পার্টি গঠিত হয়েছে। একটি রওশন এরশাদের নেতৃত্বে, আরেকটি জি এম কাদেরের। দুটোতেই আমাকে মহাসচিবের দায়িত্বে রাখা হয়েছিল। আমি দলটাকে না ভেঙে, টুকরা টুকরা না করে সবার সঙ্গে বসে সমাধান করেছিলাম। আমি তখন কাউন্সিলের মাধ্যমে মহাসচিব হয়েছিলাম। সেই কারণে আমি মনে করি, এটা দেবর-ভাবির সম্পর্ক, এর বেশি অবনতি ঘটবে না। এখন যা চলছে, এটাও মিটে যাবে।

তিনি আরও বলেন, জিএম কাদেরের সঙ্গে আমার কোনো দ্বন্দ চলছে না। বরং উনি আমার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে আমাকে দল থেকে বহিষ্কার করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়