শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের ‘আমরণ অনশন’ শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের ‘আমরণ অনশন’ শেষ

ছবি সংগৃহীত

বহিষ্কার করার পর সেটি প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসবেন বলে ঘোষণা দিয়েছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ১২ নেত্রী। তবে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আমরণ অনশনে বসার এক ঘণ্টা পর চলে যান ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রীরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় অনশনের জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে যান ১২ নেত্রী। পরে ঘণ্টা খানেক অবস্থানের পর বের হয়ে আসেন তারা।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি (সদ্য বহিষ্কৃত) জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা বিষয়গুলো বড় ভাইদের জানাতে এসেছিলাম। জানিয়ে এখন চলে যাচ্ছি। সমস্যা সমাধানে তাঁরা দায়িত্ব নিয়েছেন। আমরা কোনো অনশনে নেই। আমাদের কোনও কর্মসূচি নেই।

তবে ভেতরে কার সঙ্গে তারা আলোচনা করেছেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

এর আগে বেলা ১১টায় ইডেন কলেজে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃত নেত্রীরা। সেখানে তারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনে বসবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়