ছবি সংগৃহীত
জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের ১৭তম আসর। ৯৪টি স্বর্ণ, ৭৬টি রৌপ্য এবং ৫০টি ব্রোঞ্জ নিয়ে মেডেল তালিকার সবার শীর্ষে চীন। এরপর রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং ব্রাজিল।
গেমসের সমাপনী অনুষ্ঠান দেখতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে ভিড় করেন হাজারো ভক্ত এবং ক্রীড়াবিদ। জাতীয় পতাকা বহনের পাশাপাশি নিজ দেশের জাতীয় রঙের পোশাক পরে সমাপনী অনুষ্ঠান উপস্থিত হন দর্শকরা।
২০২৮ সালের প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তাই নিয়ম অনুযায়ী, আয়োজক দেশের হাতে প্যারালিম্পিকের পতাকা হস্তান্তর করে ফ্রান্স।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবারের আসর। ১৬৯টি দেশের চার হাজার চারশো ক্রীড়াবিদ গেমসে অংশ নেন।