ছবি: ইন্টারনেট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এই বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।এসময় তিনি বলেন বেনজির আজিজ কেউ আওয়ামী লীগের লোক নয়। দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন বিএনপির আন্দোলনে জনগণের সমর্থন না থাকায় ব্যর্থ হয়েছে। তবে আগুন সন্ত্রাসের কারণে আশঙ্কা রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সজাগ থাকবে আওয়ামী লীগ। রাজপথে থেকে বিরোধীদের আন্দোলন আগুন সন্ত্রাস মোকাবেলা করা হবে।
ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা কারীদের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এই হত্যার কি বিচার হবে না। আরব বিশ্ব এমন বর্বর রচিত হত্যার পরেও ঘুমিয়ে আছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।