
ছবি সংগৃহীত
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিনে তা কমতে পারে। রোববার (২০ নভেম্বর) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া বদলগাছী ১৩ দশমিক ৫, ডিমলায় ১৪ দশমিক ০ এবং দিনাজপুরে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে।
এসব এলাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ভোররাতে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত পড়তে শুরু করছে। দক্ষিণাঞ্চলে শীত পড়বে আরও পরে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯, রাজশাহীতে ১৬ দশমিক ৪, রংপুরে ১৭, ময়মনসিংহে ১৫ দশমিক ৬, সিলেটে ১৭ দশমিক ৬, চট্টগ্রামে ২২ দশমিক ৯, খুলনায় ১৮ দশমিক ৭ এবং বরিশালে ১৮ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনী ও কক্সবাজারে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে।