শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খালে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ঘোষণা করলেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ২২ জুন ২০২২

খালে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ঘোষণা করলেন মেয়র তাপস

ছবি: সংগৃহীত

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২২ জুন) মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকারমেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থানপরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে তাপস দেখতে পান, রামপুরা খালের ওপর একটি অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সময় তিনি গাড়ি থেকে নেমে সেখানে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের উদ্দেশে বলেন, কাজ হবে না। বন্ধ, বন্ধ।

সময় ডিএসসিসি মেয়র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজই এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

পরে তিনি ফকিরখালী খালের বর্তমান অবস্থা দেখতে নৌকা যোগে ঘুরে দেখন। সময় খাল রক্ষায় এবং খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়