শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০২, ১৭ আগস্ট ২০২৫

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন

ছবি সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন। এটি ইতিহাসের দ্রুততম তীব্র হওয়া ঝড়গুলোর মধ্যে একটি। শুক্রবার ক্যাটাগরি–১ থেকে মাত্র ২৪ ঘণ্টায় ক্যাটাগরি–৫-এ পৌঁছে যায় ঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটারের বেশি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত এরিন ক্যাটাগরি–৫ ছিল, তবে রবিবারে দুর্বল হয়ে ক্যাটাগরি–৩-এ নেমে এসেছে। বর্তমানে ঝড়টি অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোসে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা রয়েছে। সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।

হারিকেন এরিন সরাসরি স্থলভাগে আঘাত না করলেও পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস, বাহামা, বারমুডা ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রবল ঢেউ ও বিপজ্জনক স্রোতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়