শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ০৫:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

আপডেট: ০৫:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের অবরোধ

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দুইপাশে সড়ক অবরোধে অবস্থান নেন কানিজ গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা। যানচলাচল বন্ধ করে সড়কে দাঁড়িয়ে ও বসে পড়েন তারা। আলাল হোসেন নামে আন্দোলনকারী শ্রমিকদের একজন বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি। পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় প্রধান সড়ক থেকে গার্মেন্টস কর্মীদের সরিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন থেমে থেমে যান চলাচল করছে। এদিকে সড়ক অবরোধের ফলে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। জাহানারা পপি নামের বনানী থেকে গুলিস্তানগামী এক বাসযাত্রী জানান, সড়ক অবরোধের কারণে ৪৫ মিনিট ধরে একই জায়গায় বসে আছি।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়