ছবি সংগৃহীত
বিডিআর হত্যাকান্ডের বিচার চাওয়া চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি । সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ।
মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকান্ডের ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে । বলেন, সরকার এ হত্যাকান্ডের তদন্ত নতুন করে করার উদ্যোগ নিয়েছে, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি। হাফিজউদ্দীন আহমদ অভিযোগ করেন, ২০০৯ সালে তৎকালিন সরকার প্রধান ও সরকারী দলের যোগসাজসেই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিলো। হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোন কার্যক্রম দেখা যায় নি বলেও মন্তব্য করেন তিনি ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিলো। শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা ৫০-৬০ জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তাদেরকে সেনাবাহিনীতে পুনর্বহালের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য ।