ছবি সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন পরিষ্কারভাবে বলেছেন, রাজনীতিতে জড়িত কাউকে কোনোভাবেই নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। মঙ্গলবার পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ সতর্কতা দেন।
সিইসি জানান, নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ আয়োজন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি পর্যবেক্ষকদের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, কমিশন একা সব করতে পারবে না, মাঠের বাস্তবতা পর্যবেক্ষকদের চোখ দিয়েই দেখা হবে।
তিনি আরও জানান, এবার ২১ বছর বয়সী তরুণ–তরুণীরাও পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। নতুনদের দক্ষতার জন্য সংস্থাগুলোকে দ্রুত ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ আয়োজন করতে বলেছেন তিনি।
নাসির উদ্দীন বলেন, অনিয়ম চোখে পড়লে পর্যবেক্ষকের কাজ তা নথিবদ্ধ করা, হস্তক্ষেপ নয়। ভোটের দিন মাঠ পর্যায়ে প্রকৃত চিত্র তুলে ধরা তাঁদের প্রধান দায়িত্ব।
তিনি আবারও সতর্ক করে বলেন, রাজনৈতিক সম্পৃক্ততার কোনো সুযোগ নেই। এমন কেউ থাকলে তা পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
সভায় তিনি নির্বাচনী আচরণবিধি, ভোটের দিন পর্যবেক্ষকদের করণীয় এবং রিপোর্টিং পদ্ধতি সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। তাঁর লক্ষ্য পরিষ্কার—একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন।































