মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হ্যাকারদের কবলে পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্ট

প্রকাশিত: ১০:২৫, ১ অক্টোবর ২০১৮

আপডেট: ১০:২৫, ১ অক্টোবর ২০১৮

হ্যাকারদের কবলে পাঁচ কোটি  ফেসবুক অ্যাকাউন্ট

ফের বড়সড় প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা। প্রায় পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানাল মার্ক জ়াকারবার্গের সংস্থা। প্রোফাইলের ‘ভিউ অ্যাজ’ ফিচারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁক গলেই হ্যাকারেরা হামলা চালিয়েছে বলে দাবি ফেসবুকের। সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে এই তথ্য জানতে পেরেছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বিষয়টি সামনে এসেছে গত মঙ্গলবার। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে ফেসবুকের তরফে এ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত সমস্যা সমাধানের জন্য তদন্তও শুরু করা হয়। প্রসঙ্গত, এর আগেও ফেসবুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ ফেসবুকের তরফে জানা গেছে, ব্যবহারকারীদের অ্যাকাউন্টের ভিউ এজ অপশন থেকেই হ্যাকাররা তথ্য চুরি করেছে। একইভাবে ওই অপশন থেকে বিভিন্ন অ্যাকাউন্টের অপব্যবহারও করা হয়েছে। ফেসবুকের নিরাপত্তা বিষয়ক প্রধান গে রসন জানিয়েছেন, অ্যাকাউন্ট ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা হয়েছে তার জন্য তারা ক্ষমা প্রার্থী। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের প্রতি ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ, ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে ফের লগ ইন করা উচিত। অন্যদিকে, এই ঘটনার প্রভাব পড়ে ফেসবুকের ব্যবসাতেও। হু হু করে পড়তে শুরু ফেসবুকের শেয়ারের দর।  
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়