শুক্রবার ০৩ মে ২০২৪, বৈশাখ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১, ২২ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:৪২, ২২ এপ্রিল ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ

ছবি: ইন্টারনেট

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

রোববার (২১ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠ‌ক ক‌রেন পাকিস্তান হাইক‌মিশনার এবং ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি।

পা‌কিস্তা‌নের হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আলোচনার প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হ‌য়ে‌ছে। পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি।

মন্ত্রীর স‌ঙ্গে বৈঠ‌কের পর পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার ব‌লেন, আমরা দুই দে‌শের দ্বিপা‌ক্ষিক সম্প‌র্কের বিষয় নি‌য়ে কথা ব‌লে‌ছি।

অন্যদি‌কে, ইউএনডিপির আবাসিক প্রতিনিধির স‌ঙ্গে হওয়া বৈঠ‌কে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করেন হাছান মাহসুদ। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়