শুক্রবার ০৩ মে ২০২৪, বৈশাখ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, ৪২.৬ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ২০ এপ্রিল ২০২৪

দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, ৪২.৬ ডিগ্রি

ছবি: ইন্টারনেট

আজ সারা দেশে তাপপ্রবাহ অস্বাভাবিক হারে বেড়েছে। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৩। খুব একটা পিছিয়ে নেই রাজধানী ঢাকাও। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০. ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহে স্থবির হয়ে পড়েছে গোটা দেশের স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অফিস জানায়, আজ বাতাসের আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা সামনে আরও বাড়তে পারে।

এর আগে গত শুক্রবার (১৯শে এপ্রিল) যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে অঞ্চলের তাপমাত্রা ৪০ এর ওপরে ওঠানামা করছে।

তীব্র গরমে এখন মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন। রাস্তাঘাটে নেই চিরচেনা যানজট। তীব্র তাপদাহে জনশূন্য হয়ে পড়ছে সড়ক। এর আগে, শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সারা দেশে হিট অ্যালার্ট জারি করে সাধারণ মানুষকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়