রোববার ২৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোবাইল ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালাবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২১ মার্চ ২০২৪

মোবাইল ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালাবেন যেভাবে

ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। বলতে গেলে এতে খুঁজে পাওয়া যায় না এরকম ভিডিও নেই। কিন্তু এর একটি অসুবিধা হল স্ক্রিন অফ করলেই বন্ধ হয়ে যায় ভিডিও। এক টানা স্ক্রিন চালু রেখে ইউটিউব ঘাটতে চান না অনেকে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে চালাতে পারেন ইউটিউব। এতে লাগবে না কোনো খরচ।

ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালাতে নিচের প্রক্রিয়াগুলো অনুসরণ করুন-

 প্রথমে ফোনের ক্রোম ওয়েব ব্রাউজার খুলতে হবে

তারপর ইউটিউব ডট কম (YouTube.com)ওয়েবসাইটে ভিজিট করুন

যে ভিডিও চালাতে চান সেটি স্টার্ট করুন

এবার ক্রোম ব্রাউজারের উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে ডেস্কটপ মোড ট্যাপ করুন এবং ভিডিও শুরু হওয়ার জন্য অপেক্ষা করুন

ব্রাউজার মিনিমাইজ করলে ভিডিও পজ হয়ে যাবে

আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে উপর থেকে সমস্ত নোটিফিকেশন মুছে ফেলুন

এবারপ্লেবাটনে ট্যাপ করুন তাহলে ভিডিও আবার শুরু হয়ে যাবে

ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে ইউটিউব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়