বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশি এক লাখেরও বেশি ভিডিও সরিয়েছে ইউটিউব

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ৫ ডিসেম্বর ২০২২

বাংলাদেশি এক লাখেরও বেশি ভিডিও সরিয়েছে ইউটিউব

ফাইল ফটো

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশের মোট লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও মুছে দিয়েছে গুগল মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব।

সম্প্রতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউটিউব থেকে মুছে দেওয়া ভিডিওগুলোর মধ্যে কোনোটি কোন অঞ্চল বা কোন দেশের ছিল, সে তথ্য তালিকা আকারে প্রকাশ করেছে গুগল। সে তালিকায় আট নম্বরে আছে বাংলাদেশ।

তালিকায় শীর্ষে আছে ভারত। সেখানে তিন মাসে ১৭ লাখ হাজার ২০৪টি ভারতীয় ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। আর, বিশ্বব্যাপী মোট ৫৬ লাখ হাজার ৭৯৪টি ভিডিও মুছেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুসরণ না করায় এসব ভিডিও মুছে দেওয়া হয়েছে। ভিডিও আপলোডের সময় আপলোডকারীর আইপি ঠিকানার ভিত্তিতে কোন ভিডিও কোন অঞ্চলের ছিল, সেটি নির্ধারণ করেছে গুগল।

ভারত ছাড়াও তালিকায় শীর্ষের দিকে রয়েছে ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল রাশিয়া।

ওয়েব জায়ান্টের স্বচ্ছতা প্রতিবেদন বলা হয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকে ইউটিউব থেকে মোট ৫৮ লাখ ২০ হাজার ৯৭৮টি চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। চ্যানেল বন্ধ হওয়ায় মুছে গেছে ওই চ্যানেলে থাকা ভিডিওগুলোও।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়