মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অস্কার সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ১৩ মার্চ ২০২৩

অস্কার সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

ছবি: ইন্টারনেট

৯৫ তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে জার্মান চলচ্চিত্রঅল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার।

১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাসঅল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টঅবলম্বনে একই নামে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি।

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ চলচ্চিত্রের দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে এতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে চলচ্চিত্রটিতে।এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেআর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা), ‘ক্লোজ’ (বেলজিয়াম), ‘ইও’ (পোল্যান্ড) ‘ দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড)

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার অস্কার। যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে শুরু এই আয়োজন। ২৩ টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়