
ভক্তদের ভিড়
ঘণ্টাখানেক পরই হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। দীর্ঘ নয় মাস পর দেশে ফিরছেন তিনি। দেশে ফেরার বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরবেন শাকিব খান। আর প্রিয় অভিনেতার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা।
শাকিব খানকে বরণ করার জন্য এদিন সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় করছেন শাকিবিয়ানরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীর সংখ্যা বেড়েই চলছে। জানা গেছে বিমানবন্দর এলাকায় ইতোমধ্যে কয়েক শতাধিক ভক্ত ব্যানার নিয়ে হাজির হয়েছেন ঢালিউড তারকাকে শুভেচ্ছা জানানোর জন্য।
ভক্তদের হাতে ব্যানার ছাড়াও ফেস্টুন ও ফুল দেখা গেছে। ব্যানারে প্রিয় তারকাকে নিয়ে সাজানো বিভিন্ন বাক্য লেখা।
এ নায়কের দেশে ফেরার খবর প্রকাশ্যে আসা মাত্রই প্রস্তুতি নিচ্ছিলেন ভক্তরা। আর এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।