ছবি সংগৃহীত
পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
গত ৫ই আগস্ট প্রবল গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সংস্থায় গত সরকারের নিয়োগপ্রাপ্ত ও নানা অনিয়মে যুক্ত সরকারি কর্মকর্তাদের অপসারণের দাবি উঠে।
এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান বিচারপতিসহ অনেকে পদত্যাগ করেছেন। এর ধারাবাহিকতায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগে চাপ তৈরি হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৮শে মে তাকে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।