শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা, ১৫ নভেম্বর থেকে কার্যকর

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ৩ নভেম্বর ২০২২

ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা, ১৫ নভেম্বর থেকে কার্যকর

ছবি সংগৃহীত

সরকারি অফিসে নতুন সময়সূচির পর এবার ব্যাংকেও নতুন সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৫ নভেম্বর থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ বৃহস্পতিবার ( নভেম্বর) -সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, ‘সমুদ্র, স্থল বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ আগের মতোই সব সময় খোলা থাকবে।

সরকারঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে নতুন ঘোষিত নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়