
ছবি সংগৃহীত
দেশের সব ব্যাংকের শাখায় শাখায় ডলার কেনাবেচার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলোর যেকোনো শাখায় গিয়ে চাহিদা অনুযায়ী তা লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। মূলত, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে এবং হুন্ডি প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, এটি প্রাথমিক সিদ্ধান্ত। আগামী রোববার (১৪ আগস্ট) এ নিয়ে বিস্তারিত জানানো যাবে।
খোলাবাজার বা কার্ব মার্কেটে নগদ এক ডলার কিনতে গ্রাহককে দিতে হচ্ছে ১১৮ থেকে ১২০ টাকা। তবু এ চড়া দামে বিদেশগামীদের মার্কিন মুদ্রা জোগাড় করতে বেগ পেতে হচ্ছে। চিকিৎসা ও জরুরি প্রয়োজন ছাড়া তা পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় সংকট কাটাতে এ পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বৈদেশিক লেনদেনে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর (এডি) শাখা ১২০০টি এবং ২৩৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো থেকেই কেবল নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে। সিদ্ধান্ত কার্যকর হলে সেই সংখ্যা আরও বাড়বে।