বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বান্দরবানে দু’টি ব্যাংকের ছয়টি শাখায় লেনদেন সাময়িক বন্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৪ এপ্রিল ২০২৪

বান্দরবানে দু’টি ব্যাংকের ছয়টি শাখায় লেনদেন সাময়িক বন্ধ

ছবি: ইন্টারনেট

ব্যাংক ডাকাতির ঘটনায় বান্দরবানের উপজেলা পর্যায়ের ছটি শাখায় লেনদেন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ( এপ্রিল) দুপুরে তথ্য জানিয়েছে বান্দরবানের সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে থানচি বাজারে দুটি চাঁদের গাড়িতে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে দুই ভাগে ভাগ হয়ে থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে। সময় সন্ত্রাসীরা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটি কক্ষে বন্দি করে নগদ টাকা নিয়ে যায়।

পরিস্থিতিতে  বান্দরবান জেলার উপজেলা পর্যায়ের ৬টি শাখা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বান্দরবানের সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। তবে বান্দরবান জেলার শুধু শহর শাখা কার্যক্রম চালু থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়