
অভিযুক্ত স্বামী সিফাতের সাথে স্ত্রী কেয়া ছবি: সংগ্রহীত
রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে এক নারীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী (৩০) শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়ে গেছেন।
নিহতের ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, রাত ২টার দিকে সিফাত শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার অসুস্থতার কথা জানান। পরে কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর সিফাত পালিয়ে যান।
নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, সিফাত বদমেজাজি ছিলেন এবং স্ত্রীকে সন্তানদের সামনেও মারধর করতেন। কেয়ার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। কয়েকদিন আগে কেয়া জানিয়েছিলেন, সংসার চালানো তার পক্ষে সম্ভব নয়।
মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাত রোমান জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হবে।