
ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিনস্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজসমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নানা কোটার আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী রবিবার (৩০ অক্টোবর)।
গতকাল বুধবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজ সমূহের ওয়েবসাইটে ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনী, আদিবাসী ও উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী) আবেদনকারীদের মধ্যে যারা কোটার ফরম পূরণ করেছে তাদের সাক্ষাৎকার আগামী ৩০ অক্টোবর (রোববার) সকাল সাড়ে ১০টায়। শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় কনফারেন্স কক্ষে।
কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় যেসব কাগজ-পত্রাদি প্রয়োজন
মুক্তিযোদ্ধা কোটা
১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র।
২) মুক্তিযোদ্ধার সঙ্গে শিক্ষার্থীর সম্পর্কের প্রমাণপত্র।
৩) উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষার পাশের মূল গ্রেডশিট ও মূল গ্রেডশিটের ২ কপি ফটোকপি।
৪) গার্হস্থ্য অর্থনীতি শাখার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৫) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।
আদিবাসী ও উপজাতি/হরিজন ও দলিত সম্প্রদায় কোটা
১) জেলা প্রশাসক বা আদিবাসী ও উপজাতি প্রধান বা হরিজন ও দলিত সম্প্রদায়ের প্রধান কর্তৃক প্রদত্ত সনদপত্র।
২) উচ্চ-মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও মূল গ্রেডশিটের ২ কপি ফটোকপি।
৩) গার্হস্থ্য অর্থনীতি শাখার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৪) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।
প্রতিবন্ধী কোটা
১) জেলা সিভিল সার্জন বা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।
২) উচ্চ-মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও মূল গ্রেডশিটের ২ কপি ফটোকপি।
৩) গার্হস্থ্য অর্থনীতি শাখার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৪) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।
উল্লেখ্য, কোটার সাক্ষাৎকারে অনুপস্থিত কোনো শিক্ষার্থীকে পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ দেওয়া হবে না।