মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কোনোদিন ভাবিনি এই ধরনের অবস্থা সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ৩১ জুলাই ২০২৪

কোনোদিন ভাবিনি এই ধরনের অবস্থা সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কী অর্জন করল সেই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কোনোদিন ভাবতে পারিনি, এই সময় এমন পরিস্থিতির সৃষ্টি হবে। এতগুলো তাজা প্রাণ যাবে।

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি আপনজন হারালে কী কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি।

সরকারপ্রধান আরও বলেন, আমি জানি না আমাদের অপরাধটা কী। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কী অর্জন করল সেটাই আমার প্রশ্ন। সেখানে এতগুলো তাজাপ্রাণ ঝরে গেল। সেগুলোতো আর ফিরে পাওয়া যাবে না।

আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি তো আরামআয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। আমি দিনরাত পরিশ্রম করেছি বাংলাদেশকে উন্নত করতে, আর সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদা কেন নষ্ট করা হলো, সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি।

অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ৮টি ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়