শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তিন মোবাইল কোম্পানিকে ২৫৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ১০ জানুয়ারি ২০২৩

তিন মোবাইল কোম্পানিকে ২৫৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

ছবি: ইন্টারনেট

তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক রবিকে পাওনা বাবদ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন।

রায়ে গ্রামীণফোনের হাজার ৪০০ কোটি, রবির ৫০০ কোটি বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে।

আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা- রাকিব মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন। আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন।

এর আগে ২০১২ সালে সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়