মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, আষাঢ় ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফের পেছালো সম্রাটের জামিন শুনানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ২০ জুন ২০২২

আপডেট: ১৩:৩৯, ২০ জুন ২০২২

ফের পেছালো সম্রাটের জামিন শুনানি

ফাইল ফটো

দুর্নীতির মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানি আবারো পিছিয়ে ২৭ জুন ঠিক করেছে আপিল বিভাগ।

সম্রাটের আইনজীবী অসুস্থ থাকায়, তার পক্ষে সময় আবেদন করলে, সোমবার (২০ জুন) জ্যেষ্ঠ বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির নতুন দিন ঠিক করে।

গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

 ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত।

২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়