শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুরাইনে আইনজীবী-পুলিশের সংঘর্ষের ঘটনায় রুল খারিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ১৯ জুন ২০২২

জুরাইনে আইনজীবী-পুলিশের সংঘর্ষের ঘটনায় রুল খারিজ

ফাইল ফটো

জুরাইনে আইনজীবী-পুলিশের সংঘর্ষের ঘটনায় রুল খারিজ করেছে আপিল বিভাগ। ঘটনায় আইনজীবীদের রিমান্ড বাতিল জামিন মঞ্জুর হওয়ায় রোববার (১৯ জুন) রিট আবেদনটি প্রত্যাহার চাইলে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেয়। তবে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলবে।

এর আগে গত বৃহস্পতিবার ( জুন) রাজধানীর জুরাইনের রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় দুই আইনজীবীকে রিমান্ডে নেওয়ার ঘটনায় মামলার নথি তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে রিমান্ড কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে ঘটনায় মামলার নথি তলবের আদেশ স্থগিত করে চেম্বার আদালত।

প্রসঙ্গত, গত জুন জুরাইন রেলগেট এলাকায় রাস্তার উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ করে পুলিশ। আহতরা হলেন- ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল দত্ত অপু।

ঘটনায় সেদিন মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে মামলা করেন ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়