শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আমি ধর্ষণের শিকার, বিচার চাই: হাইকোর্টে এক কিশোরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১৫ জুন ২০২২

আমি ধর্ষণের শিকার, বিচার চাই: হাইকোর্টে এক কিশোরী

ফাইল ছবি

মাকে সঙ্গে নিয়ে নীলফামারী থেকে হাইকোর্টে এসেছেন এক কিশোরী। হাইকোর্টে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘আমি ধর্ষণের শিকার। আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই। আমি উচ্চ আদালতের কাছে বিচার চাই।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বিচারপতি সাহেদ নুর উদদীনের হাইকোর্ট বেঞ্চে বুধবার (১৫ জুন) সকালে তিনি বিচার দাবি করেন।

সকালে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হলে ওই কিশোরী তার মাকে নিয়ে ডায়াসের সামনে এসে দাঁড়ান। সময় আদালত তার কাছে জানতে চান কী হয়েছে? কিশোরী বলেন, আমার বয়স ১৫ বছর। উনি আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য আমাকে ধর্ষণ করেছে। কিন্তু নীলফামারীর আদালত তাকে খালাস দিয়ে দিয়েছেন। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই। আমরা আপনার কাছে বিচার চাই।

এসময় আদালত ওই কিশোরীর কাছে জানতে চান যে তার কাছে কোনো কাগজপত্র আছে কি না? ওই কিশোরী মামলার কাগজ আছে বললে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন? তখন আদালতে উপস্থিত থাকা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বদরুন নাহার দাঁড়ালে তাকে ওই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়