বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিটবেল্ট না পরায় জরিমানা গুনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২১ জানুয়ারি ২০২৩

সিটবেল্ট না পরায় জরিমানা গুনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছবি: ইন্টারনেট

ট্রাফিক আইন না মানায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করেছে ল্যাঙ্কাশায়ার পুলিশ। সিটবেল্ট ছাড়াই চলন্ত গাড়িতে ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন সুনাক।

এর জেরে তার সমালোচনা করেন বিরোধী লেবার পার্টির নেতারা। দলটির মুখপাত্র এটাও বলেন, কীভাবে সিট বেল্ট বাঁধতে হয়, ডেবিট কার্ড, ট্রেন সার্ভিস ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেনই না। ধরনের ঘটনার তালিকা আরও দীর্ঘ হচ্ছে। ভিডিওটি যখন শুট করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী ল্যাঙ্কাশায়ারে ছিলেন। ইংল্যান্ডের উত্তরে ভ্রমণ করছিলেন তিনি। সূত্র: বিবিসি

সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল ভিডিও। যদিও প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন একটি সোশ্যাল মিডিয়া ক্লিপ বানানোর জন্য সিট বেল্ট খুলে ফেলাসঠিক কাজহয়নি। পরে ডাউনিং স্ট্রিট জানায়, ভুল করে এমনটি হয়েছে এবং জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন। ঘটনায় জরিমানাও পরিশোধ করা হবে।

দেশটির ট্রাফিক আইনে এজন্য সর্বনিম্ন ১শ' পাউন্ড জরিমানা দিতে হয়। তবে আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তা বেড়ে হয় ৫শ' পাউন্ড।

এর আগে করোনা বিধিনিষেধ না মানায়, তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে জরিমানা গুনেছিলেন ঋষি সুনাক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়