
ছবি সংগৃহীত
মিশরের রাজধানী কায়রোতে একটি কপটিক গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
রোববার (১৪ আগস্ট) ভোরে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, কায়রোর ইমবাবার গ্রেটার জেলার আবু সেফেইন চার্চে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল-গাফফার বলেছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করতে ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।