বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৫০ লাখ শিক্ষার্থীকে বছরে দেওয়া হবে ১২শ কোটি টাকার বৃত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ১৯ জুন ২০২২

৫০ লাখ শিক্ষার্থীকে বছরে দেওয়া হবে ১২শ কোটি টাকার বৃত্তি

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক জানিয়েছেন, এক বছরে প্রায় ৫০ লাখ শিক্ষার্থীকে হাজার ২০০ কোটি টাকার বৃত্তি দেওয়া হবে। তিনি বলেন, ২০ লাখ ছাত্র ৩০ লাখ ছাত্রী বৃত্তির টাকা পাবে।

রোববার (১৯ জুন) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পাস সমমান পর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি টিউশন ফি এবং ভর্তি সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, করোনার কারণে আমাদের শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে হাজার ৩০০ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে করোনায় শিক্ষায় যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কাজ করা হবে। মেধা থাকলে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না, সরকার এটা নিশ্চিত করেছে।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়