
ছবি সংগৃহীত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণহত্যা সংক্রান্ত অমীমাংসিত তিনটি ইস্যু দুইবার সমাধান হয়েছে। তিনি বলেন, প্রথমবার সমাধান হয়েছে ১৯৭৪ সালে, এরপর ২০০০ সালে জেনারেল পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরে বিষয়টি পুনরায় সমাধান হয়েছে।
ঢাকা ও ইসলামাবাদ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা, যুদ্ধের ক্ষতিপূরণ, আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদ ভাগাভাগি এবং পূর্ব পাকিস্তানের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পরিশোধের মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরা হবে।
ইসহাক দারের ঢাকা সফরটি শনিবার শুরু হয়। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সফরের সময় ছয়টি চুক্তি ও সমঝোতা চূড়ান্তের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে ভিসা অব্যাহতি, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক সহযোগিতা, অর্থনীতি, প্রতিরক্ষা, জঙ্গিবাদ দমন ও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোও আলোচনা হবে। সফরের অংশ হিসেবে ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।