শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধার সম্ভব হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ২৩ আগস্ট ২০২৫

নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধার সম্ভব হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া প্রায় সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। শুধু নির্বাচন উপলক্ষেই নয়, সারাবছরই যাতে কোনো অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা রোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা প্রসঙ্গে তিনি বলেন, সবাই মত প্রকাশ করতে পারে, তবে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। সীমান্তও নিরাপদ রয়েছে, নির্বাচনে কোনো সমস্যা হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়