শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, দুই দিনের সফরে বৈঠক-চুক্তি সইয়ের প্রস্তুতি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ২৩ আগস্ট ২০২৫

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, দুই দিনের সফরে বৈঠক-চুক্তি সইয়ের প্রস্তুতি

ছবি সংগৃহীত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন দুই দিনের সফরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াত নেতাদের সঙ্গেও তার দেখা হওয়ার কথা রয়েছে।

রোববার সকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতরাশ বৈঠকের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। পরে সরকারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজ ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রয়েছে তার সূচিতে। রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরে দুই দেশের মধ্যে ছয়-সাতটি চুক্তি ও সমঝোতা সই হতে পারে। এর মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, সাংস্কৃতিক বিনিময়, ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে যৌথ গ্রুপ গঠন, কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মধ্যে চুক্তি অন্তর্ভুক্ত।

সূত্র জানায়, বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যু, সার্ককে সচল করা, জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়