
ছবি সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কে তিনি যেতে চান না। আইন পরিবর্তন হলে বিষয়টি বিবেচনা করা যাবে।
শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, কেনাকাটা ও সীমানা নির্ধারণের কাজ শেষ পর্যায়ে। রবিবার থেকে সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু হবে।
তিনি বলেন, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকালে কেন্দ্র দখলের চেষ্টা করলে ভোট বাতিল হবে। অস্ত্রের প্রদর্শনী বা অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি জানান, ৫৭০০ কর্মকর্তা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন। তবে অতীতের অনিয়মে জড়িতদের দায়িত্বে রাখা হবে না।
তিনি বলেন, সরকার এখন পর্যন্ত কোনও চাপ দেয়নি। চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। এছাড়া বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।