
ছবি সংগৃহীত
ক্ষুধার্ত পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আবদুল রহমান আবু জাজার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ন্ত্রিত একটি ত্রাণকেন্দ্রে যাওয়ার পথে তার বাঁ চোখে গুলি করে ইসরায়েলি সেনারা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আল-জাজিরাকে হাসপাতালের বিছানা থেকে জাজার বলেন, ‘‘চোখে গুলি লাগার পরও সেনারা থামেনি, বারবার গুলি চালাচ্ছিল। মনে হয়েছিল, মৃত্যুই বুঝি সামনে দাঁড়িয়ে আছে।’’ খাবার না থাকায় তিনি রাত ২টার দিকে আল-মুনতাজাহ পার্কের ত্রাণকেন্দ্রের উদ্দেশে রওনা দেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা হাঁটার পর কেন্দ্রে পৌঁছান। গুলিবর্ষণের সময় সঙ্গে থাকা আরও তিনজনও আহত হন।
চিকিৎসকদের মতে, জাজারের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার অপেক্ষায়।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৯২ জন, যাদের মধ্যে ৫৬ জন খাবারের সন্ধানে ছিলেন। আহত হয়েছেন আরও ৮৬৬ জনের বেশি।