ছবি সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
তবে, আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন।
ইতোমধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।