জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে। চলতি বছরের মার্চে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তির পর নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। তথ্য বলছে— গত নয় মাসে দেশে ২৪টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে, ৩০ এপ্রিল পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। যদিও অধিকাংশ দলেরই নেই পূর্ণাঙ্গ কমিটি, নেই কার্যকরী কেন্দ্রীয় অফিস, এমনকি অনেকের দল গঠনের সঠিক তারিখও অনির্দিষ্ট।