
ছবি সংগৃহীত
ক্যারিঅন বাতিল ও সিজিপিএ চালুর প্রতিবাদে গেল কিছুদিন ধরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের দাবি, নতুন নিয়ম বাস্তবায়ন হলে চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীদের মাঝে বৈষম্য ও হতাশা বেড়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. লিয়াকত হোসেন সাংবাদিকদের বলেন বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে। তাদের লিখিত আকারে জানাতে বলা হয়েছে। তাঁরা লিখিত আকারে জানালে আমরা সামনের বিএমডিসি`র বৈঠকে তুলবো। তাদের দাবিগুলো যৌক্তিক মনে হলে তা বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, ‘মেডিকেলে এখন যেসব শিক্ষার্থীরা আছে তারা আমাদের সন্তানের মতো। তাদের জন্য যেটা ভালো হবে সেটাই করবো।’
এ আন্দোলনে ঢাকা মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, মুগদা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল ও রেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজসহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও ঢাকার বাহিরে বেশ কিছু সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ ব্যাপারে মানববন্ধন করে।
প্রসঙ্গত, সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে বিএমডিসি‘র কার্যালয়ের সামনে আন্দোলন করে সরকারি-বেসরকারি মেডিকেল শিক্ষার্থীরা।