বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, আষাঢ় ১৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ২ জুলাই ২০২৫

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

ছবি সংগৃহীত

আগস্টকেজুলাই গণঅভ্যুত্থান দিবসঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে।

এছাড়া ১৬ই জুলাইকেজুলাই শহীদ দিবসহিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকেনতুন বাংলাদেশ দিবসঘোষণা করছিল সরকার।

নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ই জুলাইশহীদ আবু সাঈদ দিবসএবং পাঁচই আগস্টজুলাই গণ-অভ্যুত্থান দিবসঘোষণা করে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা জানায় সরকার। আজ আগের পরিপত্রগুলো বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন পরিপত্র জারি করা হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়