
ছবি: ইন্টারনেট
আর কিছুক্ষণ পরই ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। ভারতে অনুষ্ঠেয় বাংলাদেশের সেই বিশ্বকাপ দলে নেই তামিম। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে, টাইগারদের ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিসিবির ফেসবুক পেজে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডে শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।
এর আগে, সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে যান টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সঙ্গে ছিলেন নির্বাচকরাও।