শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ

ছবি সংগৃহীত

আজ বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের জন্য সাত ক্যাটাগরিতে আছেন ২০৩ দেশি ক্রিকেটার। বিদেশিদের সংখ্যা ৪৪৮ জন। ড্রাফটে সবার চেয়ে দামি ক্রিকেটার মুশফিকুর রহিম। আর সরাসরি চুক্তিতে আগেই দল বেছে নিয়েছেন সাকিব, তামিম, মাহমুদউল্লাহরা।

বিপিএল শুরু হবে আর বিতর্ক থাকবে না সে কি করে হয়? নয় আসর পেরুলেও ব্র্যান্ড হতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

শেষ আসরের ঢাকা ডমিনেটর্স দশম বিপিএলে দুর্দান্ত। পারফরম্যান্সে নয় নতুন ফ্র্যাঞ্চাইজি আসায় নাম দূর্দান্ত ঢাকা।

বাকি ছয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স আর রংপুর রাইডার্স। চার মাস বাকি থাকতে চলছে ঘর গোছানোর ব্যস্ততা। পুরনো ক্রিকেটারদের ধরে রাখার সঙ্গে হয়েছে সরাসরি চুক্তি। মাশরাফী, সাকিব, তামিম, লিটন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহর মত অনেক ক্রিকেটার যেভাবে বেছে নিয়েছেন ঠিকানা।

প্লেয়ার্স ড্রাফটের সাত ক্যাটাগরিতে দেশিদের সংখ্যা ২০৩। আর বিদেশি ক্রিকেটার ৪৪৮ জন। ক্যাটাগরিতে মুশফিকুর রহিম। প্রকাশ্যে যার ভিত্তি মূল্য সবচেয়ে বেশি ৮০ লাখ। তবে বরিশাল ছেড়ে রংপুরে যোগ দেয়া সাকিবের পারিশ্রমিক সবার অজানা। টাকার অংক যে অন্য সবাইকে ছাপিয়ে তা আর বলার অপেক্ষা রাখে?

ক্যাটাগরিবিতে আছেন আফিফ, ইবাদত, রনি, ইমরুল কায়েসের মত তারকারা। ভিত্তি মূল্য যাদের ৫০ লাখ। সি ক্যাটাগরিতে ৩০, ডিতে ভিত্তি মূল্য ২০ লাখ। বাকি তিন ক্যাটাগরিতে অর্থের অংক আরও কমেছে।

ড্রাফটের চাইতেও সেরা স্কোয়াডের জন্য পথ রিটেইন। যেমন রংপুরে বাবর আজম, কুমিল্লায় আন্দ্রে রাসেল। পার্থক্য গড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থের সামর্থ্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়